আন্তর্জাতিক ডেস্ক::
ফিলিপাইনে ভ’য়াবহ বি’স্ফোরণে দেশটির ৫ সে’না সদস্য নি’হত হয়েছে। এছাড়া বি’স্ফোরণের এই ঘটনায় ৪ বেসাম’রিক নাগরিক নি’হত হয়েছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের রাজধানী শহর জোলোতে সোমবার স্থানীয় সময় দুপুরে দুটি বি’স্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় সিনেটর গর্ডন জানান, ইম্প্রভিলাইজড ডিভাইসসহ বি’স্ফো’রক বোঝাই একটি মোটরসাইকেল একটি সাম’রিক ট্রাকের কাছে গিয়ে বি’স্ফোরণ ঘটায়।
আলজাজিরা আরও জানায়, যখন পু’লিশ এসে বি’স্ফোরণের স্থল ঘিরে রেখেছিল তখন আরও একটি বি’স্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় টিভি চ্যানেলের ছবিতে ওই সাম’রিক গাড়ির পাশের রাস্তায় ধ্বংসাবশেষ এবং লা’শ পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে এক বিবৃতিতে ফিলিপাইনের পু’লিশ প্রধান জেনারেল আর্কি ফ্রান্সিসকো গ্যাম্বোয়া জানান, ভ’য়াবহ এই বি’স্ফোরণের ঘটনা ত’দন্তে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের চরম শা’স্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
এখন পর্যন্ত কেউ হা’মলার দায় স্বীকার না করলেও ফিলিপাইনের জ’ঙ্গিগোষ্ঠি আবু সায়াফের দিকে আঙ্গুল তুলছে দেশটির সরকার। এর আগে ২০১৯ সালে এই শহরে একটি ক্যাথলিক গির্জার ভিতরে বি’স্ফোরণের ঘটনায় ২০ জন নি’হত হয়েছিল।
Leave a Reply