আর্ন্তজাতিক ডেস্ক :: পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাসের মালিকানা নিয়ে তুরস্ক-গ্রিসের মধ্যকার উত্তে’জনা নিরসনের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। সেখানে ন্যাটো সদস্য এ দু’দেশের সাম’রিক বহর মোতায়নের ফলে বিপর্যয়ে বয়ে আনবে বলে সতর্ক করেন তিনি।
ওই বিতর্কিত অঞ্চল দু’দেশের সাম’রিক বহর পাল্টাপাল্টি অবস্থান করছে। চলমান উত্তে’জনা করণীয় নিয়ে গ্রিস সফরের পর মঙ্গলবার (২৫ আগস্ট) আঙ্কারায় যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দু’দেশেই পূর্ব ভূমধ্যসাগরে সাম’রিক মহড়া চালানোর হুঁশিয়ারি দিয়েছে।
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তুরস্ক আ’গুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডিস। তাই বিষয়টি নিয়ে আঙ্কারাকে ভেবে চিন্তে হাঁটার পরাম’র্শ তার।
তবে আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে হবে বলে মনে করছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভৌসুলু।
পশ্চিমা সাম’রিক জোট ন্যাটোর সদস্যভুক্ত দুই দেশ তুরস্ক ও গ্রিস। গ্রিস আবার ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) সদস্য। ক্রিট ও সাইপ্রাস দ্বীপের মধ্যবর্তী বিতর্কিত সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে তুরস্ক ও গ্রিস। এই বিরোধ নিরসনে দেশ দুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ। তবে ইইউর আরেক প্রভাবশালী সদস্য ফ্রান্স এথেন্সের পক্ষ নিয়ে সম্প্রতি একটি যৌথ নৌ-মহড়ায়ও অংশ নিয়েছে।
Leave a Reply