আন্তর্জাতিক ডেস্ক :: ভা’রতের জম্মু-কা’শ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সং’ঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ৭ জ’ঙ্গি নি’হত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় একজন ভা’রতীয় সে’না সদস্যেরও মৃ’ত্যু হয়েছে। এনডিটিভি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে দক্ষিণ কা’শ্মীরের পুলওয়ামা জে’লায় কমপক্ষে তিন জ’ঙ্গি নি’হত হয়েছে। জাদুরা এলাকায় দুই পক্ষের প্রবল গু’লির লড়াই হয়। সেই সং’ঘর্ষেই তিন জ’ঙ্গি মা’রা পড়ে। ভা’রতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নি’হতরা লস্কর ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ত। এদিকে শুক্রবার সোপিয়ান জে’লায় আরেকটি অ’পারেশনে চার জ’ঙ্গি নি’হত হয়েছে বলে জানানো হয়। ভা’রতীয় জনতা পার্টির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় এক পঞ্চায়েত নেতাকে অ’পহ’রণ করার সময় অ’পারেশন চালালে নি’হত হয় তারা। কিলোরা এলাকায় এই ঘটনায় একজন আত্মসর্ম্পণও করেছেন। এসময় অ’স্ত্র ও গু’লি উ’দ্ধার করা হয়। টাইমস নাও নিউজ জানাচ্ছে, নি’হতদের মধ্যে জ’ঙ্গি গোষ্ঠী আল বদরের জে’লা কমান্ডারও রয়েছে।
Leave a Reply