তাওহিদুল হক:: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামে ১৯৭১সালের ৩১ আগষ্ট স্বাধীনতাযোদ্ধে পাক-হানাদার বাহিনীর নির্মম গনহত্যার বেধনা বিধুর স্মৃতি নিয়ে শহীদদের স্মরনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সামাজিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ মূলক সংগঠন শহীদ স্মৃতি সংসদ শ্রীরামসী এর উদ্যোগে আঞ্চলিক শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আজ( ৩১) আগষ্ঠ
সকালে শহীদ স্মৃতি সংসদ , উপজেলা প্রশাসন,মীরপুর ইউনিয়ন পরিষদ ও শ্রীরামসী স্কুল এন্ড কলেজ কর্তৃক শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পাকিস্তানী হানাদার বাহিনীর নাটকীয় হত্যাযজ্ঞে নিহত শহীদদের স্মরণে শ্রীরামসী আঞ্চলিক শোক দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন,জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এদিকে সকাল সাড়ে ১০টায় শ্রীরামসী বাজারস্থ স্মৃতি সংসদের কার্যালয়ে আলোচনাসভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতাযুদ্ধে শ্রীরামসী গ্রামে পাক-হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন।
শহীদ স্মৃতি সংসদের সভাপতি শ্রীরামসী স্কুল এন্ড কলেজের প্রভাষক নূর মোহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের উপদেষ্টা, সাবেক সভাপতি ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি মো: বাবুল মিয়া, সিনিয়র সদস্য মাসুম খান, সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব হোসেন, কার্যকরী সদস্য মো: জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল কবরী, পরে মিলাদ ও দোআ মাহফিলে বিশেষ মোনাজাত করেন, শহীদ স্মৃতি সংসদের সদস্য ক্বারী আব্দুর রাজ্জাক। এসময় শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, সহকারী প্রধান শিক্ষক মো: আলকাছুর রহমান আকন্দ, সহকারী শিক্ষক মো: হারুন -অর- রশিদ, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সহকারী শিক্ষক মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক মো: আশরাফুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply