আবুনূর ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগারমিলের মিল জোন এলাকায় একযোগে ৫০টি কেন্দ্রের ৮০টি ইউনিটে ২০২০-২১ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সুগারমিল মিলগেইটের পশ্চিম সাবজোনের চিলারং এ আখচাষী জাহাঙ্গীর আলমের ক্ষেতে রোপা পদ্ধতিতে আখচাষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন মিলের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকবৃন্দসহ আখ চাষী, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাংবাদিকরা।
মিলের সহ-ব্যবস্থাপক আবু রায়হান জানান, এবারের ৮ হাজার একর জমিতে আখরোপণ করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮ শ ৩০ মেঃটন চিনি।
Leave a Reply