হিফজুর রহমান তালুকদার জিয়া::
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সিলেট সড়কে জগন্নাথপুর অংশে সংস্কার কাজ চলছে অপরিচ্ছন্ন আর নিম্নমানের ইটের খোয়া দিয়ে। বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়ক জগন্নাথপুর উপজেলার প্রধান সড়কের ধীরগতির সংস্কার কাজে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। কাজের নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। ফলে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে গর্তগুলো হয়ে উঠেছে বিপজ্জনক। ঠিকাদারের চরম গাফিলতি আর সড়ক সংস্কার কাজের তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) কর্মকর্তাদের উদাসীনতার জন্যই কাজে ধীরগতি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। সম্প্রতি অতিষ্ঠ হয়ে সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বিশ্বনাথ উপজেলার জনসাধারণ মানববন্ধন কর্মসূচি আর ১লা সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ করেছেন। শ্রমিকদের অবরোধ চলাকালীন সময় বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক বৈঠকে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে শ্রমিক নেতারা অবরোধ তুলে নেন। এর পর থেকে সড়কের সংস্কার কাজ চলছে। জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ রবিবার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে দেখা যায় অপরিচ্ছন্ন আর নিম্নমানের ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্টান হামিম সালেহ (জেভি)। এসব ইটের খোয়া সাবেক সড়কের সাব-ব্যাচের মাটির সাথে ছিল। আর ওই মাটি থেকে ইটের খোয়া বের করে কাজে লাগানো হচ্ছে।
জানাযায়, গত বছরের শেষের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ২৫কোটি টাকার দরপত্র আহবান করা হলে কাজটি পেয়ে থাকেন হামীম সালেহ (জেভি) নামের প্রতিষ্টান। নিম্নমিনের কাজের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার সাকালাইন হোসাইন বলেন সাবেক সড়কের সাব-ব্যাচের কিছু ইটের খোয়া ছিল। ঐ ইটের খোয়ার সাথে আমাদের আনা ইটের খোয়া মিশিয়ে কাজ করা হচ্ছে। এব্যাপারে জগন্নাথপুরর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: গোলাম সারোয়ার জানান, বিভিন্ন কারনে কাজের বিলম্ব হলেও এখন দ্রুত গতিতে কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্টান নিমটনমানের এক গাড়ি ইটের খোয়া নিয়ে আসলে আমরা সে গুলো ফেরত দিয়েছি। এটি একটি গুরুত্বপূর্ন সড়ক। এখন থেকে কঠোরভাবে কাজের তদারকী করা হবে।
Leave a Reply