আ’গুনের কালো ধোঁয়ার বিশাল কুন্ডলীতে ছেয়ে গেছে শহরের আকাশ। টিভি ফুটেজে দমকলকর্মীদেরকে বন্দর এলাকায় আ’গুন নিভানোর চেষ্টা করতে দেখা গেছে। সে’নাবাহিনীও আ’গুন নেভাতে হেলিকপ্টার পাঠিয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।
গত ৪ অগাস্টের বি’স্ফোরণে এই বন্দরেরই বিভিন্ন গুদাম এবং শস্যভান্ডার নষ্ট হয়েছে। বন্দরের অ্যামোনিয়াম নাইট্রটের গুদামে ভ’য়াবহ ওই বি’স্ফোরণ কড়ে নেয় প্রায় ১৯০ জনের প্রা’ণ, আ’হত হয় ৬ হাজারেরও বেশি মানুষ। শহরের অর্ধেকই ধুলিস্যাৎ হয়।
তবে এবারের তেল-টয়ারের গুদামের আ’গুন থেকে আরেকটি বি’স্ফোরণ ঘটার আশ’ঙ্কা নেই এবং আ’গুনে কেউ আ’হতও হয়নি বলে জানিয়েছেন লেবাননের রেডক্রসের প্রধান কর্মক’র্তা জর্জ কেনেথ। তবে তিনি বলেন, আ’গুনের কারণে কিছু মানুষ শ্বা’সক’ষ্টে ভুগছে।
Leave a Reply