ধর্মপাশা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির মার্মন্তিক দুর্ঘটনায় নিখোঁজ থাকা প্রায় ৪২ঘন্টা পর এক শিশুসহ আরও দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ধর্মপাশা উপজেলার ফলদির হাওর থেকে রতন মিয়া (৩৫) ও মনিরা আক্তারের (৫) লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইনাতনগর গ্রামের আব্দুল হান্নান অরফে আবু মিয়ার ছেলে রতন মিয়া । মনিরা একই গ্রামের আব্দুল ওয়াহাবের মেয়ে। এ নিয়ে মার্মন্তিক ট্রলারডুবির দুর্ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার হলো।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন
মার্মন্তিক নৌকাডুবির দুর্ঘটনায় নিখোঁজ রতন মিয়া ও মনিরার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার সকালে মধ্যনগর থেকে একটি যাত্রীবাহী ট্রলার ৩৫/৪০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার ঠাকুরাকোনা যাওয়ার পথে গুমাই নদীতে বাল্কহেড নৌকার সঙ্গে সংঘর্ষের পর ডুবে যায়। এ ঘটনায় ওইদিনই ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
মার্মন্তিক ট্রলার ডুবির দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে।
Leave a Reply