গ্রে’ফতারকৃত পু’লিশ কনস্টেবলের নাম নাজমুল হাসান। তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজে’লার গোপালনগর গ্রামে। তিনি দীঘিনালা উপজে’লার ভৈরফা অটলটিলা পু’লিশক্যাম্পে কর্ম’রত।ধ’র্ষণের শিকার কি’শোরী স্থানীয় একটি বিদ্যালয়রে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, দীঘিনালা উপজে’লার মেরুং ইউনিয়নের ভা’রী এলাকায় পাহাড়ে সোমবার বিকালে শি’শুটিকে ধ’র্ষণ করা হয়। এ ঘটনায় রাতেই ভিকটিমের বাবা বাদী হয়ে পু’লিশ কনস্টেবল নাজমুল হাসানের বি’রুদ্ধে মা’মলা করেন।পরে মঙ্গলবার সকালে তাকে দীঘিনালা থা’না পু’লিশ গ্রে’ফতার করে আ’দালতে পাঠায়।মা’মলার এজাহার সূত্রে জানা গেছে, পু’লিশ সদস্য নাজমুল হাসান দীঘিনালা থা’নার আওতাধীন অটলটিলা পু’লিশক্যাম্পে কর্ম’রত। ধ’র্ষণের শিকার কি’শোরীর বসতবাড়ি ক্যাম্পের পাশে হওয়ায় তার সঙ্গে নাজমুলের পূর্ব পরিচয় ছিল।
সোমবার বিকালে ক্যাম্পের পাশে জনজাগরণ বৌদ্ধ বিহারের বাগানে নিয়ে স্কুলছা’ত্রীকে ধ’র্ষণ করেন তিনি। এসময় স্থানীয়রা দেখে ফেলায় নাজমুল হাসানকে ঘিরে ফেলেন এবং তাকে আ’ট’ক করে মা’রধর করেন।পরে স্থানীয় পু’লিশক্যাম্প ইনচার্জ সন্তোষ কুমা’র মজুম’দারের জিম্মায় ছেড়ে দেয়া হয় নাজমুলকে।এ ঘটনায় মা’মলার পর মঙ্গলবার সকালে তাকে গ্রে’ফতার করে আ’দালতে পাঠানো হয়েছে।
ওসি উত্তম চন্দ্র দেব বলেন, ধ’র্ষণের অ’ভিযোগে অটলটিলা পু’লিশক্যাম্পের সদস্য নাজমুল হাসানকে গ্রে’ফতার করে আ’দালতে পাঠানো হয়েছে। তার বি’রুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
Leave a Reply