বিশেষ প্রতিনিধি::
আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) নতুন এ্যালবাম “ভালোবাসার কষ্ট ” রিলিজ হতে যাচ্ছে, শিল্পী এস, এম সাগরের কন্ঠে, রেইন মিউজিকের ব্যানারে গানটির কথা লিখেছেন মানারুল হক বাছিত, সুর করেছেন মোস্তফা সাগর, মিউজিক করেছেন ডালিম, দৈনিক দেশ বাংলার টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধির সাথে শিল্পী,এস, এম সাগরের মুঠোফোনে জানাতে চাইলে তিনি বলেন আমি আশাবাদী দর্শকদের গানটি শুনতে ভালো লাগবে, এবং বতর্মান সময়ে গানটি অনেক জনপ্রিয় করে তুলবে। আর এ গান যদি আপনাদের ভাল লাগে এবং গানটি শুনে আপনারা আনন্দিত হন তাহলেই আমার লিখা সার্থক হবে। এদিকে ভালোবাসার কষ্ঠ” এ্যালবামটি রিলিজ হওয়ায় স্বাগত জানিয়েছেন দোয়েল টিভি অনলাইন ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আনোয়ার হোসেন ও দোয়েল টিভির চেয়ারম্যান হিফজুর রহমান তালুকদার জিয়া।
Leave a Reply