তাওহিদুল হক :-
সুনামঞ্জের জগন্নাথপুরে পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহা সড়কের জগন্নাথপুর পৌর শহরের মুমিনপুর এলাকায় লেগুনার চাপায় ইমন মিয়া (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের ওমান প্রবাসী জমাত আলীর ছেলে ইমন মিয়া স্থানীয় শাহ পরান হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্র।
প্রত্যেক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেলে ইমান মিয়া জগন্নাথপুর বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি নাদামপুর গ্রামে যাওয়ার পথে পৌর শহরের মমিনপুর নামকস্থানে পৌছা মাত্র পেছনে থাকা নাম্বারবিহীন যাত্রীবাহী একটি লেগুনা তার বাইসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পর গাড়ি চালক পালিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং ঘাতক লেগুনাটি জব্দ করা হয়। এঘটনাকে কেদ্র কওে স্থানীয় উত্যাজিত জনতা পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহা সড়কটি অবরোধ কওে রাখে। পওে জগন্নাথপুর থানা অফির্সাও ইনর্চাজ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘাতক লেগুনা চালক কে গ্রেফতারের আশ^াস দিলে অবরোধটি নেয়।
Leave a Reply