দিরাই প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের লন্ডন প্রবাসী আনোয়ারুল হক ফিরুজ মিয়ার স্পিডবোটে আগুন দিয়েছে দুর্বৃত্বরা। গত শনিবার (৩ অক্টোবর) রাত ২ টায় প্রবাসীর নিজ আঙ্গিনায় রাখ স্পিটবোটে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। স্থানীদের সাথে আলাপ হলে তারা জানান, মধ্য রাতে আগুনের সুত্রপাত হলে প্রতিবেশীদের চিৎকারে সবাই জড়ো হয়ে স্পিটবোটে আগুন দেখতে পাই। পার্শবর্তী লোকজনের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।
তারা বলেন জগদল গ্রামটি উপজেলার একটি আদর্শ গ্রামে পরিচিত। দীর্ঘ দিন যাবত এ গ্রামে সম্প্রতি বজায় রেখে মিলেমিশে বাস করছি। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত। প্রবাসী ফিরোজ মিয়ার ভাতিজা হুমায়ুন রশিদ জানান ঘটনার পরদিন রোববার থানায় জিডি করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসেনি। জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে ওসি আশরাফুল ইসলাম জানান ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হবে।
Leave a Reply