দেশবাংলা ডেস্ক::
জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ (ভেড়ামা’রা-মিরপুর) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, দেশ করো’না, ধ’’ র্ষ’ ণ, দু’র্নীতি ও লুটপাটে বিপর্যস্ত হয়ে পড়েছে।
রোববার সকালে তিনি ভেড়ামা’রা বাহাদুরপুর ও জুনিয়াদহ সড়কের কাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামা’রা উপজে’লা নির্বাহী অফিসার সোহেল মা’রুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জে’লা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন, জে’লা জাসদের সভাপতি গো’লাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ভেড়ামা’রা উপজে’লা জাসদের সভাপতি এম’দাদুল ইস’লাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল হাফিজ তপন, জাসদ নেতা বছির উদ্দিন বাচ্চু ও মোকারিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বেনুসহ সরকারি কর্মক’র্তারা।
জা.ন,জি
Leave a Reply