ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচ পথসভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের নির্বাচনে কারচুপি হলে সরকার পতনের আ’ন্দোলন। আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি এমন হুঁশিয়ারি দেন। এদিকে সালাউদ্দিন আহমেদ অ’ভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না।
গয়েশ্বর বলেন, ঢাকার উপ-নির্বাচনে জনগণ ভোট দিতে না পারলে তাদের সামনে আ’ন্দোলন করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। একাত্তরের পা’কিস্তানি বাহিনীর ধ’’ র্ষ’ ণের মতো দেশে এখন ধ’’ র্ষ’ ণ-নি’র্যা’তন চলছে বলেও পথসভা থেকে অ’ভিযোগ করেন বিএনপি নেতারা।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এই যে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটার জন্য মুক্তিযদ্ধা হয়নি। পাকবাহিনী না আসলেও পাকবাহিনীর প্রেতাত্মা আসছে। এই যে নারী ধ’’ র্ষ’ ণ হচ্ছে, শি’শু ধ’’ র্ষ’ ণ হচ্ছে, যু’দ্ধকালীন সময়ে পাকবাহিনীর যে কর্মকা’ণ্ড ছিল তার চেয়েও বর্বর কাহিনী কিন্ত এখন প্রতিদিন ঘটছে।
’আ.দে.জি.
Leave a Reply