সুনামগঞ্জ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান কোভিড-১৯ এর আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করে সুৃনামগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টায় সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন,সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ ফয়সল আহমদ,যুবলীগ নেতা ইমন হুদা,পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেবাশীষ দাস গুপ্তা,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে,ছাত্রলীগ নেতা অমিয় মিত্র ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম তারেক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা লস্কর।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন,আমাদের পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান আমাদের সুনামগঞ্জবাসীর গর্ব। তিনি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কেবিনেটে স্থান পেয়ে এই জেলার দৃশ্যপঠ বদলে দিয়েছেন। এই হাওরের জেলায় আজ শিক্ষা স্বাস্থ্য,বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থায় যে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে তা কোন সরকারের আমলে সম্ভব হয়ে উঠেনি। তিনি বলেন এম এ মান্নানের উন্নয়ন কর্মকান্ডকে সুনামগঞ্জের মানুষ ও পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা আজীবন মনে রাখবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন করোনা আক্রান্ত পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান দ্রæত সময়ের মধ্যে সুস্থ হয়ে সুনামগঞ্জবাসীর মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার সি এম এস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শারীরিক ও মানসিকভাবে দৃঢ মনোবল রয়েছে। নেতৃবৃন্দরা তার দ্রুত সুৃস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন ।
Leave a Reply