স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকি কেক কাটা ও আলোচনার মধ্যদিয়ে পালন করা হয়েছে। জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সফিকুল হকের সভাপতিত্বে ও হাওরাঞ্চল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী আজগর ইমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র সকলের আস্থাবাজন ব্যাক্তি জনাব মিজানুর রশীদ ভূইঁয়া, বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথ পুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব আহমদ, কাউন্সিল তাজিবুর রহমান, কাউন্সিল মামুনুর রহমান, মহিলা কাউন্সিল নারগিস আক্তার, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মকবুল হোসেন ভূইঁয়া, সাবেক ফুটবলার মাহবুবুর রহমান, ফজলু মিয়া, হকার সমিতির সভাপতি নিকেশ বৈধ, প্রমুখ সহ ভিবিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও হাওরাঞ্চলের কথা পত্রিকার সকলের সু-সাস্থ কামনা করে পত্রিকাটির উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করেন।
Leave a Reply