সুনামগঞ্জ প্রতিনিধি::
কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের দ্রæত সুস্থতা কামনা করে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির আয়োজনে পুরাতন বাসষ্ট্রেশনে সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও শিক্ষক নেতা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ উস্তার আলী সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ দিলোয়ার হোসেন,সহ সভাপতি কালীপদ দাস,সহকারী প্রধান শিক্ষক আকবর আলী মুহিত,রঞ্জন দাস,সুমন রায়,সোহেল আলম,সত্যেন্দ্র চন্দ্র পন্ডিত,আহমদ আলী,আনোয়ার হোসেন,জসিম উদ্দিন,জহুর মিয়া,বোরহান উদ্দিন,এমতদাদুল হক মিলন,রুহুল আমীন,জিয়াউর রহমান,সহকারী প্রধান শিক্ষক হারিছ উদ্দিন প্রমুখ। উপস্থিত সকলেই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের আশু সুস্থতা চেয়ে দোয়া ও প্রার্থনা করা হয়।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন বলেছেন সুনামগঞ্জবাসীর গর্ব হাওরপাড়ের উন্নয়নের রুপকার পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান তার প্রচেষ্টায় সুনামগঞ্জে উন্নয়নের ফলে জেলা ও উপজেলা শহরগুলোর দৃশ্যপট বদলে গেছে। তার হাত ধরেই এই উন্নয়ন কর্মকান্ডগুলোকে এগিয়ে নিতে মান্নানের সুস্থতার কোন বিকল্প নেই।
উল্লেখ্য তিনি সম্প্রতি সরকারের একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে করোন ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সি এম এস হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।
Leave a Reply