চলমান মহামা’রি করো’না ভাই’রাসের ভ্যাকসিন সংগ্রহের জন্য জা’পানের কাছে ৫০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ।
এ ব্যাপারে ঢাকার জা’পান দূতাবাসকে চিঠি দিয়েছে অর্থনৈতিক স’ম্পর্ক বিভাগ (ইআরডি)। মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী গত সপ্তাহে জা’পান দূতাবাসে চিঠিটি পাঠানো হয়।
এ প্রসঙ্গে ইআরডির একজন সিনিয়র কর্মক’র্তা গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন অংশীদার দেশকে বাংলাদেশের তহবিলের প্রয়োজনীয়তা স’ম্পর্কে জানানো হয়েছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকেও তহবিল নেয়া হবে।
আরো পড়ুনঃ বাংলাদেশের করো’না ভ্যাকসিন তালিকাভুক্ত করল ডব্লিউএইচও
জা’পানকে দেয়া চিঠিতে ইআরডি লিখেছে, দেশের সব নাগরিককে টিকার আওতায় আনতে সম্ভাব্য ব্যয় হবে এক দশমিক ৬৫ বিলিয়ন থেকে দুই বিলিয়ন মা’র্কিন ডলার। জনপ্রতি দুই ডোজ ভ্যাকসিনের জন্য ১০ থেকে ১২ ডলার খরচ ধরে ১৬৫ মিলিয়ন জনসংখ্যার জন্য ধ’রা হয়েছে এই খরচ। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহের জন্য ৫০০ মিলিয়ন ডলার সহায়তা দিতে জা’পান সরকারকে অনুরোধ জানাচ্ছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার জরুরি চিকিৎসা সরবরাহের জন্য তিন মিলিয়ন ডলার অনুদানের একটি চুক্তি সই করেছে। এ ছাড়া ইআরডি ভ্যাকসিন কেনার জন্য এডিবির কাছ থেকে আরও ৩৫০ মিলিয়ন ডলার চাইবে। একইভাবে, বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তাও চাইবে ইআরডি।
সূত্র.জা.নি.জি.
Leave a Reply