নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘরের বাইরে পাহারায় বসিয়ে ষষ্ঠ শ্রেণির একশি’শু শিক্ষার্থীকে ধ’’ র্ষ’ ণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল পেয়ে পু’লিশ অ’ভিযু’ক্ত চার জনকে গ্রে’ফতার করেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে নি’র্যা’তনের শিকার ওই শি’শুর মা পু’লিশের জরুরি পরিসেবা নম্বর ৯৯৯ কল দেন। ওই শি’শুটির মা চার জনকে অ’ভিযু’ক্ত করে সিদ্ধিরগঞ্জ থা’নায় একটি ধ’’ র্ষ’ ণ মা’মলা দায়ের করেন। পরে পু’লিশ তাদের গ্রে’ফতার করেছে।
অ’ভিযু’ক্তরা হলেন- সোনারগাঁও আলীরচর এলাকার মৃ’ত. এম’দাদুল হক পারভেজের ছে’লে মো. নাছির (১৯), ভোলার চরফ্যাশনের মৃ’ত. হাসমত আলীর ছে’লে এনায়েত হোসেন (১৬), যশোর কোতয়ালী এলাকার ইসমাইল গাজীর ছে’লে উজ্জ্বল (১৫) এবং পটুয়াখালী বাউফল এলাকার সুলতানের ছে’লে আরিফুল ইস’লাম (১৬)।
মা’মলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছা’ত্রী গ্রামের বাড়িতে থেকে পড়াশোনা করত। করো’নার কারণে স্কুল বন্ধ থাকায় গত পাঁচ মাস যাবত সে তার বাবা-মায়ের সঙ্গে সিদ্ধিরগঞ্জে বসবাস করছিল।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশী নাছিরের বাড়ির সামনে খেলা করার সময় শি’শুটিকে জো’র করে ঘরে নিয়ে যায় নাছির। পরে এনায়েত হোসেনের সহযোগিতায় শি’শুটিকে ধ’’ র্ষ’ ণ করে সে। ধ’’ র্ষ’ ণের সময় ঘরের দরজার সামনে পাহারারত অবস্থায় ছিল অ’ভিযু’ক্ত উজ্জ্বল ও আরিফুল ইস’লাম নামে আরো দুই জন।
সিদ্ধিরগঞ্জ থা’না পু’লিশ জানায়, রাতে মে’য়ের কাছ থেকে এ ধ’’ র্ষ’ ণের ঘটনা জানতে পারে তার মা। এরপর ওই শি’শুটির মা সকালে ৯৯৯ নম্বরে কল দিয়ে অ’ভিযোগ করেন। পরে সিদ্ধিরগঞ্জ থা’না পু’লিশ ঘটনাস্থলে গিয়ে ত’দন্ত করে এর সত্যতা পেয়ে অ’ভিযু’ক্ত চারজনকে গ্রে’ফতার করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থা’নার ভা’’ রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) কা’ ম’রুল ফারুক সময় নিউজকে বলেন, ‘ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি ধ’’ র্ষ’ ণ মা’মলা দায়ের করেছেন। অ’ভিযু’ক্ত চারজনকে গ্রে’ফতার করা হয়েছে। ঘটনার মূল আ’সামি নাছির ভুক্তভোগীদের পূর্বপরিচিত। সে সূত্র ধরে নাসির ভুক্তভোগীকে ঘরে নিয়ে যায় এবং তার তিন বন্ধু ধ’’ র্ষ’ ণে তাকে সহযোগিতা করে। মা’মলায় চার জনকেই অ’প’রাধী হিসেবে বিবেচিত করে আ’সামি করা হয়েছে।
ওসি কা’ ম’রুল ফারুক আরো বলেন, অ’ভিযু’ক্তদের বি’রুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শি’শুটির ডাক্তারি পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।
জা.নি.জি.
Leave a Reply