মোঃ হুমায়ুন কবীর ফরীদিঃ
জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী বোলন(৩৩)কে গ্রেপ্তার করার পাশা-পাশি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদ এর ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর এসআই রাজীব আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মনির হোসাইন এএসআই মোক্তার হোসেন সহ আজ (২৫ শে অক্টোবর )রোজ রবিবার বেলা ২ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামের মৃত মোঃ ইমান উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আতাউর রহমান বোলন(৩৩) কে গ্রেপ্তার করেছেন। এসময় কথিত মাদক ব্যবসায়ী মোঃ আতাউর রহমান বোলন (৩৩) এর বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদক আইনে মামলা দায়ের হয়।
গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইন বলেন, মাদক ব্যবসায়ী আতাউর রহমান বোলন (৩৩) কে করেছি এবং তার বসত ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছি। ২৬ শে অক্টোবর সোমবার তাকে সুনামগঞ্জ কোর্টে প্রেরন করা হবে।
Leave a Reply