একরাম হাসান::
শাল্লায় দীর্ঘ দিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি খলিলকে সিলেট বিমানবন্দর থানার আওয়াতভুক্ত হাওরবেষ্টিত নির্জন গ্রাম সরিষাকান্দি থেকে গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ । গ্রেফতারকৃত খলিল উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার এস আই আব্দুল করিম ও এস আই লুৎফুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে আসা হয় । বুধবার সকালে সাজাপ্রাপ্ত আসামি সহ আরো ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি নাজমুল হক।
জানা যায় মো খিজির মিয়া পিতা মৃত মনু মিয়া সাং উজানগাঁও, শাল্লা সুনামগঞ্জ এর ২০১৭ সনের দায়ের করা মামলায় বিবাদী উপজেলার দৌলতপুর গ্রামের শহিদ এর ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খলিল। মামলার পর থেকে সে আত্মগোপনে ছিল। খলিল গ্রেফতার হওয়ায় বাদীর পরিবারে স্বস্তি বিরাজ করছে।
Leave a Reply