স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নব নির্বাচিত পৌর মেয়র মিজানুর রশিদ ভূইয়া কে সংবর্ধনা প্রধান করা হয়েছে। আজ (৭ নভেম্বর ) শনিবার দুপুরে জগন্নাথপুরের স্থানীয় কেশবপুর বাজারে রাধারমণ মাঠে গ্রামের বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা আফতর আলী, আলিফ উদ্দিন, আজির আলী, ও আরজাদ খানের অর্থায়নে সংবর্ধনা অনুষ্ঠানে গ্রামের মুরব্বি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জগন্নাথপুরের অভিভাবক সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জন নন্দিত পৌর মেয়র নাদের বখত, ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নব নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূইঁয়া, সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহ সভাপতি ও পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক,
এডভোকেট নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আব্দুল আহাদ, সহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ তুরন মিয়া, সভা শেষে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করেন এবং সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply