একরাম হাসানঃ
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোং সিলেট সার্ভিস সেন্টার অফিসে মোঃ অাজহার উদ্দিনের মাধ্যমে ক্লোজিং উপলক্ষে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। অাজ সকাল ১১ টায় শুরু হয়েছিল। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন মোঃ অাবু অাহমেদ রানা,এসইভিপি উন্নয়ন প্রশাসন প্রধান কার্যলয়। তিনি বলেছেন মহান অাল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছে অার সুধ কে হারাম করেছেন। অামরা ইসলামী শরিয়তে থেকে অামরা অামাদের ব্যবসা কে চালিয়ে যাবে। কোম্পানির কর্মিদের উদ্যেশে বলেন অাপনারা হতাশ হবেন না। এই অত্রিম সময়ে অামরা সরকারের নির্দেশনা মেনে অামরা সবাই মিলেমিশে কোম্পানির কাজ চালিয়ে যান। কোম্পানির অায়ের উৎস থেকে দেশের গরীব দুঃখি মানুষের পাশে দাঁড়াতে হবে। এবং কোম্পানি কি ভাবে অারে এগিয়ে যাই সেই বিষয় নিয়ে বিভিন্ন পরিকল্পনার উপদেশদেন। সভায় বক্তব্য প্রদান করেন মোঃ মজিবুল মাওলা ইনচার্জ সিলেট ডিভিশন (সাবী)
মুহাম্মদ হিফজুর রহমান,ইভিপি এন্ড ইনচার্জ
মোহাম্মদ শহিদ অাহমেদ, ডিসি কানাইঘাট জোন
মোহামদ হেলাল অাহমদ লিটন,ডিসি বিশ্বনাথ জোনাল
শহিদুল অাজম,ডিসি ওসমানী নগর সহ অারে অনেক
Leave a Reply