বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশুকে জন্ম দিয়ে মা পালিয়ে যাওয়া সেই কন্যা শিশুটির রহস্যরের উন্মোচন হয়েছে। এ ঘটনায় ঐ কিশোরীর ভাই বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত আলী আমজদকে গোপন সংবাদের ভিত্তিতে লতিফ মেম্বারের বাড়ি থেকে গ্রেফতার করে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন।
অভিযুক্ত আলী আমজদে ঐ কিশোরির খালাতো বোনের স্বামী (দুলাভাই)।
একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত আলী আমজদের স্ত্রী সৈাদিতে থাকায় চলতি বছররে ২৮ ফেব্রুয়ারি উপজলোর কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের আলা উদ্দিনের ছেলে আলী আজমদ (৩২) স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে এ কিশোরি অর্থাৎ তার শালীকা স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেনির ছাত্রী (১৪) তাকে বেড়ানোর কথা বলে তার বাড়িতে নিয়ে ১ র্মাচ পর্যন্ত র্ধষণ করে।
বর্তমানে এ কিশোরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।উল্লেখ্য শনিবার বিকেলে সন্তান জন্মের পর নবজাতক কন্যা শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে রেখে পালিয়ে যায় মা ও নানি। পরে সোমবার জগন্নাথপুর হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন কাছে শিশুটিকে হস্তান্তর করলে শিশুটিকে ‘ছোটমনি নিবাস’ সিলেটে পাঠিয়ে দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আসামীকে বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply