হিফজুর রহমান তালুকদার জিয়া::
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ কে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রান মুসলমানগণ পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার সভাপতি হাফিজ মাওলানা শায়েখ ফখরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা আব্দুল মুনাঈম শাহীন, সহ সেক্রেটারী হাসমত উল্ল্যা খান ও হাফিজ সৈয়দ জয়নুল ইসলামের যৌথ পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি শায়খে কাতিয়া মাওলানা ইমদাদুল্লাহ, সহ-সভাপতি শায়েখ মাওলানা জমির উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আবু নছর, সহ-সভাপতি মাওলানা বাহা উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাটলী মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা তাহের আহমদ, নারিকেলতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা তারিফ উদ্দিন, জগন্নাথপুর পাঠাগার মসজিদের খতিব মাওলানা আব্দুল হাফিজ, উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার অর্থ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ হাসনু, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মাওলানা সৈয়দ শাহীদ আহমদ, মুফতী বদরুল ইসলাম, উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা মুতিউর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজুওয়ার, মাওলানা ফজল আহমদ, মাওলানা আলী আহমদ, হাফিজ হোসাইল আহমদ, মুফতি শামছুল ইসলাম, মুফতী শামীম আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা তোফায়েল আহমদ কামরান প্রমূখ। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিব আহমদ। প্রতিবাদ সভা শেষে উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলার ব্যানারে জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ফ্রান্সের সরকার বিশে^র মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।
Leave a Reply