স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ ৫৭ ঘন্টার পর অবশেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়
বিদ্যুৎ পেয়েছেন জগন্নাথপুর উপজেলাবাসী।
গত মঙ্গলেবার সিলেটের কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে বিদ্যুতের দুটি গ্রিড পুড়ে যায়। এরপর থেকে জগন্নাথপুরসহ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টানা ঘন্টা ৫৭ ঘন্টার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৮টায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এর কিছুক্ষণ পর ফের সংযোগ বিচ্ছিন্ন বলে ফের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। দীর্ঘ সময় মেরামতের পর সংযোগ প্রদান করা হয়েছে।
Leave a Reply