স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন সরকারি কলেজ ক্যাম্পাসে কেক কেটে পালন করা হয়েছে।
উপজেলা ছাত্রদল নেতা কয়েছ নূরের সভাপতিত্বে ও আকমল হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আনছার,মিয়া,শামীনূর রহমান শামীম, জেলা যুব দলের সদস্য আতিকুন নূর, কামাল হোসেন, এম এম জাকারিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল কাহার,মিজানুর রহমান মিজান উপজেলা ছাত্রদল নেতা সাহেল আহমদ, ইমরান খাঁন,আলী হামজা,কবির মিয়া, শাহনূর আলী, জুমন আহমদ, আকাশ,রায়হান আহমদ, আল মামুন কলেজ ছাত্রদল নেতা হাবিবুর রহমান, হাফিজুর রহমান, শাখাওয়াত হোসেন, আল আমিন, দিলাল হোসেন,সোহেল মিয়া, সুজন মিয়া,শাহজাহান মিয়া,অভি রহমান,সোজায়েল আহমেদ
,কামরুল হাসান, ইমরান আহমদ,সহিদুল ইসলাম, নাজিমুল আহমদ,,হাবিব আহমেদ,সাকির মিয়া,জাবেদ ইসলাম,সাহিদুর রহমান,লোকমান আহমেদ,নুরু বেশ আহমেদ,রেজাউল আহমেদ
পৌর ছাত্রদল নেতা
মিনহাজ মিয়া,শাকির আহমদ,
আজমল হোসেন রাপু,
শাফিন আহমদ,টিপু সুলতান
আলামিন আহমদ
,মিলন আহমদ
সুজন আহমদ ,সুহেল আহমদ,কামরুল মিয়া,লিপন আহমদ,ইব্রাহিম মিয়া,রুহুল ইসলাম,মারজান আহমদ,ফকরুল আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,মঈনুদ্দিন ফখরুদ্দীন সরকার থেকে শুরু করে বর্তমান অবৈধ সরকার
জিয়া পরিবার তথা তারেক রহমানকে রাজনীতি থেকে নিশ্চিন্ন করে দিতে একের পর এক গভীর ষড়যন্ত্র করছে।পরিকল্পিতভাবে তারেক রহমানকে হত্যার চেষ্টা করা হয়েছে।আরাফাত রহমান কোকোকে তিলে তিলে মানসিকভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ।
দেশের এই ক্লান্তিলগ্নে হারানো গনতন্ত্র পুনরুদ্ধার করতে ছাত্র দলের সাংগঠনিক অবিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তাই,মজলুম জননেতার জন্মদিনের শপথ হউক অবৈধ হাসিনার হাত থেকে দেশ ও গনতন্ত্র রক্ষা করার শপথ,আজকের জন্মদিনের,শপথ হউক জগন্নাথপুরের রাজপথে ঔক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলার শপথ,আজকের জন্ম বার্ষিকীর শপথ হউক আন্দোলনের স্বার্থে গ্রুপিং ভুলে গিয়ে ঔক্যবদ্যভাবে রাজপথে সকল দলীয় কর্মসূচী পালন করার শপথ।
Leave a Reply