একরাম হাসান::
হেফাজত সরকারের দুষমন নয়
হেফাজত নাস্তিকদের দুষমন।
নাস্তিকদের বিরোধ কথা বলে যারা তারাই অাস্তিক।
অার যারা দ্বীন ইসলামের বিরোধে কথা বলে অাল্লাহ এবং অাল্লাহর রাসূলের বিরোধে কথা বলে তারাই নাস্তিক। নাস্তিকদের এই বাংলার জমিনে টাই দেওয়া হবে না।
অাল্লামা জুনাইদ বাবুনগরী অামীর
হেফাজতে ইসলাম।
ফান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে হেফাজতে ইসলামের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও অালোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলসহ রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানের প্রকাশে ক্ষমা চাওয়ার আহবান করা হয়। এবং সবাইকে কঠোর হুশিয়ারী করা হয়েছে ফান্সের পর্ণ সম্পর্কে।
এবং সরকারকে কঠিন হুশিয়ারী প্রদান করা হয়েছে ইসলাম নিয়ে চিনিমিনি খেলা যাবে না। অাজ সকাল সকাল ১২ ঘটিঘায়
সিলেট রেজিষ্ট্রারি মাঠে অনুষ্ঠিত হয়েছিল। উক্ত মহাসমাবেশে খন্ড খন্ডে মিছিল সহকারে সিলেটের বিভিন্ন উপজেলার জনতা। মসজিদ, মাদ্রসা ও বিভিন্ন মহল থেকে সমাবেত হন আলেম-উলামা, ইমাম,মুয়াজ্জিন, মুসল্লি সহ নানা শ্রেণীর পেশার মানুষ।
মাওলানা জিয়া উদ্দিনের সভাপতিত্বে
মাও বিলাল অাহমদ এমরান
মাও সামিউর রহমান মুসা
মাও তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন
অাল্লামা জুনাইদ বাবুনগরী
অামীর হেফাজতে ইসলাম
অাল্লামা নূর হোসাইন কাসেমী
মহাসচিব হেফাজতে ইসলাম
অাল্লামা রশিদুর রহমান ফারুফ
কেন্দ্রীয় উপদেষ্টা হেফাজতে ইসলাম ও মাওলানা শাহিনূর পাশা চৌধুরীর সহ অারো অনেক।
Leave a Reply