সুনামগঞ্জ প্রতিনিধি::
নিরাপত্তা চেয়ে নিহত যুবক আব্দুস সালামের শাশুড়ির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামে লন্ডন প্রবাসী আব্দুল হাই কামরানের বাড়িতে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন নিহতের শাশুড়ি মোছাঃ কমলা বিবি। তিনি বলেন, প্রতিপক্ষের ভয়ে আমরা বাড়িঘরে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার বোনপুত্র লন্ডন প্রবাসী আব্দুল হাই কামরান ও তার পরিবারের সাথে গ্রামের কবরস্থানের জমি ও বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু ও ইউপি সদস্য একই গ্রামের আলী হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। আমার জামাতা দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়ার পর ওই প্রতিপক্ষের লোকেরা হত্যা মামলাটি ভিন্ন দিকে নিয়ে যেতে উঠেপড়ে লেগেছে। আমরা প্রবাসী আ: হাই কামরানের বাড়িতে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। বর্তমানে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন তার আত্মীয় রইছুন বেগম, ইসমাঈল হোসেন প্রমুখ।
Leave a Reply