সিলেট প্রতিনিধি:: সিলেটের কলোনিতে আগুন লেগে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সিলেটে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার আগুনে পুড়লো কলোনিসহ কয়েকটি প্রতিষ্ঠান। এতে কেউ হতাহত না হলেও কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
গত শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট শহরের মাছিমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লোকজন জুমার নামাজে থাকাকালে হঠাৎ কলোনিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি মুড়ি ফ্যাক্টরি, বস্তার গুদাম, তুলার ঘর, ওয়ার্কসপ, পার্সেলের গোডাউন। খবর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ন কারনায়েম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Leave a Reply