একরাম হাসানঃ
অাজ বাঙ্গালি জাতির বিজয়ের মাসের প্রথম দিন । দীর্ঘ নয়টি মাস বাঙ্গালি জাতির উপর ছিল জুলুম অত্যাচার নিজের অধিকার থেকে বঞ্চিত করেছিল পশ্চিম পাকিস্তানিরা, এই দূরদর্শা কাটিয়ে দীর্ঘ নয়টি মাস যুদ্ধ চালিয়ে কুড়িয়ে নিয়ে এনেছিল বাঙালির নিজ অধিকার নিজ শাসনতন্ত্র। সম্প্রতি জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন হওয়ার পর৷ জনগনের সঠিক ভোটের মাধ্যমে বিজয়ী বদলে যাচ্ছে তাদের পুরা ইউনিয়ন পরিষদের ভবন। সাথে সাথে বদলে যাচ্ছে বিভিন্নধরনের সেবামূলক কার্যক্রমে ব্যবস্থাপনা।
অাজ প্রহেলা ডিসেম্বর। দীর্ঘ ১৬ বছর পর নির্বাচন হয়েছিল। এই মাসে এই দিনে এই পরিষদের চেয়ারম্যান হিসাবে ক্ষমতা লাভ করেছিলেন অালহাজ্ব মাহবুবুল হক শেরীন।
তিনি এবং তিনির পরিষদের মেম্বারগণকে নিয়ে এক বছরের মধ্যে বদলে দিলেন তাদের ইউনিয়ন পরিষদটি। উল্লেখ্য এ ইউনিয়ন পরিষদটি অাগে (অর্থ্যাথ) অসুন্দর সংক্ষিণ অবস্থায় ছিল। সাধারণ মানুষ সহ পরিষদের সব সদস্যগণ এক সঙ্গে বসার জাইগা ছিল না। ছিল না সুন্দর মিশ্রন বসার জাইগা।
অাজ এক বছরে সম্পর্ণ আগের দিনগুলো
বদলেগেছে ।
এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন জানান, অামি ইউনিয়নবাসীকে কথা দিয়েছিলাম অাপনারা অামাকে অাপনাদের খেদমত করার সুযোগটুকুদিন। অালহামদুল্লিলাহ ইউনিয়নবাসী অামাকে সে সুযোগ দিয়েছেন। এখন অামি ইউনিয়নবাসীর কাজের মানুষ অামি তাদের জন্য কাজ করতেছি ইউনিয়নে এসো দেখুন অামি তাদের কাজ করতে পারছি কিনা। ইনশাআল্লাহ অাগামি ৪ বছরের মধ্যে ইউনিয়নবাসীকে একটি সুন্দর ও সাফল্যকর ইউনিয়ন গড়ার লক্ষ্যে অামাদের কাজের প্রচেষ্টা চালিয়ে যাব।
অামি চাই অামার ইউনিয়নবাসীর দোয়া ও ভালবাসা। অাজ মঙ্গলবার ১/১০/২০ ইউনিয়ন পরিষদের পূর্ণ সংস্কারকৃত ও সজ্জিত ভবন এর শুভ উদ্ভোধনের অনুষ্ঠানে অালহাজ্ব মাহবুবুল হক শেরীনের সভাপতিত্বে জননেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ভিডিও কনপারন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। এবং পরিষদের কর্মকর্তা কর্মচারি সহ পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বারগণকে সম্মানি স্মারক প্রধান করা হয়, এবং ইউনিয়নের ক্লিনিক এ কর্মরত নার্স শেলী বেগম, রুমা বেগম ও নিলিমা কে দপলার মিশিন প্রদান করা হয়েছে। যাতে ডেলিভারি রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থাগৃহণ নিশ্চিত করা যায়। সালেহা পারভীনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিষ্টার এনামুল কবির ইমন সাধারন সম্পাদক বাংলাদেশ অাওয়ামিলীগ সুনামগঞ্জ জেলা
অালহাজ্ব অাতাউর রহমান উপজেলা চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা, ডাঃ মধুসুধন আরএমও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মুক্তাদির আহমদ মুক্তা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর
সিরাজুল হক চেয়ারম্যান পাটলি ইউনিয়ন পরিষদে প্রমুখ।
এর পাশাপাশি দুপুর ২ টায় প্রবাসিদের অর্থাওনে গরীবদের মাঝে কমল বিতরণ করা হয়।
Leave a Reply