মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) দেলোয়ার হোসাইন মনোনয়নপত্র দাখিল করেন। আজ ২০ ডিসেম্ভর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় প্রার্থীর সমর্থনকারী মানিক মিয়া, প্রস্তাবকারী সিজিল মিয়া, আলকাব আলী, আলা মিয়া, আখলিছ মিয়া, মিটু মিয়া, হুসমত আলী, বদরুল মিয়া, আছকির মিয়া, বক্কর আলী, হাসান আলী, সুমন মিয়া, মখলিছ মিয়া,রিপন মিয়া সহ ৪ নং ওয়ার্ডের ভোটারগন উপস্থিত ছিলেন। তিনি জানান বিগত পৌর নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ৪ নং ওয়ার্ডের কাচি বিলের পার গ্রামে রাস্তা নির্মান সহ নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডর অধীনে বেরীবাধ, হবিবপুর আশি ঘরে ১০/১২ টি রাস্তার আর সি সি পাকাকরন কাজ সমাপ্ত করেন এবং জেলা পরিষদের ৩ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন আছে।তিনি আরো জানান যদি আসন্ন পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডবাসী পুনরায় নির্বাচিত করেন তবে ৪ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ডে রূপান্তরিত করার আশ্বাস ব্যক্ত করে ৪ নং ওয়ার্ডবাসীর নিকট দোয়া ভোট চান।
Leave a Reply