সুনামগঞ্জ থেকে::
আসহাবের মায়ের এক টুকরো ভালোবাসা ছেলের জন্মদিন উপলক্ষে।,,,,
জন্মদিন উপলক্ষে আসহাবের আম্মু সবার কাছে দোয়া চেয়েছেন, তাঁর পুত্র যেনো একজন ভালো নেক্কার পরহেজগার আলীম হতে পারে।
তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।আজ জন্মদিন তোমার..!
জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা রইল। আজকের এইদিনে আল্লাহরর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন তোমাকে সবসময় সুখি রাখেন, তোমার জীবনের প্রত্যেকটা মুহুর্ত কানায় কানায় ভরে উঠুক আনন্দে। তোমার নেক হায়াৎ যেন আল্লাহ বাড়িয়ে দেন। ? ? এইদিনে তুমি যেভাবে পৃথিবীতে এসেছিলে আনন্দঘন মুহুর্ত নিয়ে ঠিক সেভাবেই যেন সাড়াটি জীবন আনন্দ নিয়ে বেঁচে থাক। এই দিনটির মতো প্রতিটি দিন যেন সুন্দর ভাবে কাঁটে এই কামনা করি
জীবনে অনেক দূর এগিয়ে যাও। আবারো শুভ জন্মদিন ? Manny Manny Happy Returns Of The Day ?
? ?
Leave a Reply