সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ৩টি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা মৎস্যজীবীলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা মৎস্যজীবীলীগের সভাপতি দেবাশীষ দাসগুপ্তের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক তৌহিদ হোসেন বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বর্তমান পৌর মেয়র ও নৌকার মনোনিত মেয়র প্রার্থী নাদের বখত। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর মৎস্যজীবীলীগের সদস্য সচিব রহিম আলম রানা, আরাফাত আলী, হাজী নসরুল উদ্দিন, সতীশ দাস লিপন,রিনা রহমান,হাজী নসরুদ্দিন প্রমুখ। এছাড়া ও সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা মৎস্যজীবিলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ পৌরসভাসহ জেলার ৩টি পৌরসভায় নৌকার মনোনিত প্রার্থীদের বিজয় করতে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
Leave a Reply