মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি::
অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ ২য় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাইজবাড়ী,বদিপুর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে মাইজবাড়ী উকিলপাড়া মাঠে কাউসার স্পোর্টিং ক্লাব ও জহুর ইকবাল স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে এতে কাউসার স্পোর্টিং ক্লাবকে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় জহুর ইকবাল স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, কুরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, মেম্বার নুরুল হক, আফজাল হোসেন, আবুল কালাম, ফরিদ আহমেদ, ইসহাক আলী, ইদ্রিস আলী, তবারক আলী, আব্দুস ছাত্তার মামুন, নিয়ামত আলী, ব্যবসায়ী নিয়ামত আলী, আব্দুস স্ওার, আহমদ আলী {মড়ল} প্রমুখ।
Leave a Reply