মুহিবুর রেজা টুনু সুনামগন্জ থেকে:
শুক্রবার বাদ আসর সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌর শহরের বিহারী পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির বাসায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপির রোগ মুক্তি কামনায় দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোআ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি।দোয়া মাহফিলে জিএম কাদের এমপির সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জজেলা জাতীয় ওলামা পার্টির নেতা ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম আলাল। এসময় দোআ মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র নেতা সাইফুর রহমান শামছু সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী খূশনুর সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য শওকত আলী ও আব্দুল মান্নান মোল্লাপাড়া ইউপি জাপার আহবায়ক জনাব তোরাব আলী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল কদ্দুস পল্লীবন্ধু পরিষদ সুনামগঞ্জ জেলার আহবায়ক জসিম উদ্দিন জাতীয় পার্টি সুনামগঞ্জ সদর এর সহ সভাপতি জামাল উদ্দিন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ সুরমা ইউপি জাপার আহবায়ক সিরাজ মিয়া মোল্লাপাড়া ইউপি জাপা নেতা শামীম আহমদ সুনামগঞ্জ কুরবাননগর ইউপি সদস্য জাপা নেতা নুরুল হক কুরবাননগর ইউপি জাপার আহবায়ক আলী নুর জাতীয় স্বেচ্চাসেবক পার্টি সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ন আহবায়ক এরশাদ মিয়া জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সুমন আহমদ স্বপন সুনামগঞ্জ জেলা জাতীয় ওলামা পার্টির নেতা মাওলানা নুরুল আমীন মাওলানা আব্দুল জলিল হাফিজ হোসাইন আহমদ মাওলানা কাওসার আহমদ ক্বারী তৌহিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের করোনা পজেটিভ হয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন। তার শারিরীক অবস্থা স্বাভাবিক রয়েছে।
Leave a Reply