মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি:-
ইএএলজি প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসকের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ইএএলজি প্রকল্প শুরু থেকেই উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদের আইন ও বিধিমালা মেনে কাজ করে যাচ্ছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,কর্মকর্তা ও কর্মচারীগণের দক্ষতাবৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরীর কাজ করা হচ্ছে। চলতি বছর কোভিড-১৯ এর পরিবর্তিত পরিস্থিতির কারনে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন সাময়িক ব্যাহত হতে পারে কিন্তু আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিকে মোকাবিলা করে নতুন উদ্যোমে কার্যক্রম পরিচালনার আহবান জানান তিনি। ও অসমাপ্ত কার্য়ক্রমগুলো চলতি বছরের মধ্যে সমাপ্ত করার জন্য উপস্থিত অংশগ্রহনকারীগণকে আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিবাহী অফিসার জেবুন নাহার শাম্মী,স্থানীয় সরকারের সহকারী কমিশনার এস এম রেজাউল করিম,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়াম্যান মো.নুর হোসেন,ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ,
জগদল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শিবলী আহমেদ বেগ,পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মো.আমিনুর রশিদ,ই এ এলজি প্রকল্পের ডি এফ সৈয়দ নজরুল ইসলাম,জেলা কোডিনেটর মিঠু রঞ্জন দাস প্রমুখ।
Leave a Reply