স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌরশহরের ইকরছই গ্রামের বাসিন্দা ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব (৪২) আর নেই। ( ইন্না…রাজিউন)। মৃত্যৃকালে তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়ে শিশু সন্তান সহ অসংখ্য আত্নিয়স্বজন রেখে গেছেন।
সূত্র যায়, আজ শনিবার (২৩ জানুয়ারী) সকালে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। আজ ভোরে ঘুম থেকে উঠে মাহবুবুর রহমান উপজেলার নলুয়ার হাওরে বোরো জমির চাষাবাদ কাজ তদারকি করতে রওয়ানা হলে ভবানীপুর এলাকায় গিয়ে বুকে ব্যথা অনুভব করেন। প্রচন্ড বুকে ব্যথায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন। মাহবুবুর রহমান এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যু খবর পাওয়ার পর উপজেলা সহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জনসাধারন প্রিয় ব্যক্তিকে দেখার জন্য ঝড়ো হতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুম মাহবুবুর রহমানের ছবি সহ বিভিন্ন আইডি থেকে শোক প্রকাশ করেন। শনিবার বাদ এশা ইকড়ছই সিনিয়র মাদ্রাসার মাঠে অনুষ্টিত হয়েছে। নামাজে জানাজা শেষে ইকড়ছই পঞ্চায়েতি কবর স্থানে দাপন করা হয়ে।
এদিকে উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান মাহবুব মৃত্যুতে রাজনৈতিক উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এসোসিয়েশন, বিভিন্ন সামাজিক সংগঠন ও দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা সিকদার মেডিক্যালের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, দৈনিক দেশবাংলা টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সাংবাদিক ফোরাম লন্ডনের সভাপতি আনোয়ার হোসেন, উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আকিকুর রহমান চৌধুরী জুবের, হুমায়ুন কবির, প্রধান সম্পাদক রিয়াজ রহমান, সম্পাদক ও প্রকাশক, হিফজুর রহমান তালুকদার জিয়া,ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply