মুহিবুর রেজা টুনু সুনামগঞ্জ প্রতিনিধি:–
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওত উপজেলা পরিষদ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিমূলক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহয়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
আরোও বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর শেখ আব্দুর রব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, সরকার আইসিটির সকল সুযোগ সুবিধা দিচ্ছেন। সেটা কাজে লাগাতে হবে ও দক্ষতা অর্জন করতে হবে সবাইকে।
Leave a Reply