সিলেট সংবাদদাতাঃ
সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের ৫ তলায় কোভিট -১৯ টিকা গ্রহন করেছেন সিলেট আনসার বাহিনীর উপ পরিচালক জনাব মোঃএনামুল খান ১০ ফেব্রয়ারি সকাল ১০ টায় এ ঠিকা গ্রহন করেন।এসময় কোভিট -১৯ গ্রহণে অংশ নেন এ এস এম মোঃএনামুন হক,
অত্র মেডিকেল আনসার ক্যাম্পের পিসি মোঃবশির আহমেদ,
পিসি মোঃআমজাত হোসেন,
এপিসি মোঃ রুবেল আহমেদ,
এপিসি মোঃসেলিম আহমেদ,
সিনিয়র আনসার সদস্য মোঃসাগর মিয়া সহ আর ও অনেকেই।
কোভিট -১৯গ্রহন শেষে মেডিকেল আনসার ক্যাম্প পরিদর্শন ও প্রেশ বিফিং করেন।
Leave a Reply