মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে :-
সুনামগঞ্জের জগন্নাথপুরে চার গ্ৰামের রাস্তা সরকারি ভূমি থেকে গাছ উপ্রে ফেলে ঐ ভূমি বিক্রি করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মে কোন সময় বড় ধরনের অপৃতিকর ঘটনার আসংখ্যা করছেন এলাকাবাসী। জনগণের রাস্তা বন্ধ করে মাটি ভরাটের কাজ চলায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ ব্যাপারে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মোজাহিদ পুর রমাপতি পুর ঐহারদাশ হাড়গ্ৰামের প্রায় ৮০ জন কৃষক সাক্ষরিত অভিযোগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করেন। অভিযোগে প্রকাশ , উপজেলার পাইলগাউ ইউনিয়নের রমাপতি পুর গ্ৰামের মৃত মুক্তার মিয়ার ছেলে কাজল মিয়া মোজাহিদ পুর গ্ৰামের মৃত নূর ইসলাম এর পুত্র নূর উদ্দিন এর নিকট মোজাহিদ পুর মৌজার ১নং খতিয়ানের ৫০১দাগের দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় বিক্রি করে এবং ঐ সরকারি ভূমিতে থাকা শেওড়া গাছ কাজল মিয়া স্কেবেটর মেশিন দিয়ে উপরে ফেলে দিয়েছে। বর্তমানে এ সরকারি ভূমির উপর রাস্তায় নূর উদ্দিনক মাটি ভরাট করায় এলাকাবাসী বাধা নিষেধ করলে আপত্তি অমান্য করে গায়ের জোরে মাটি ভরাট করায় চার গ্ৰামের প্রায় ৮০ জন কৃষক সাক্ষরিত একটি অভিযোগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ও জগন্নাথপুরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদ কে দেওয়া হয়েছে।
Leave a Reply