নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে স্বামীর হাতে স্ত্রী কেদন বিবি(৫০) খুন হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে । পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী সাজিদ উল্লা (৬৫) কে গ্রেপ্তার করেছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লা দীর্ঘ ২৬ বছর মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয় থেকে প্রায় ১ বছর আগে দেশে ফিরে আসেন। তার একমাত্র ছেলে রনি মিয়া দুবাইয় থাকেন। শনিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সাজিদ উল্লা তার স্ত্রী কেদন বিবির মাথায় সজোড়ে ধান ভাঙার ছিয়া দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ছুরতহাল তৈরি করে মরদেহ এবং ঘাতক স্বামী সাজিদ উল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। পরে পুলিশ সাজিদ উল্লাকে আদালতে প্রেরণ করে। নিহতের মরদেহ আগামীকাল রবিবার (২১ মার্চ) ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।
স্থানীয় লোকজন জানান, সাজিদ উল্লা দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন। তিনি অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। একপর্যায়ে তার একমাত্র ছেলে রনি মিয়াকে দুবাই নিয়ে সাজিদ উল্লা দেশে চলে আসেন। বাড়িতে থেকে তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। ওই সমস্যার কারণেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে গ্রামবাসীর ধারণা।
Leave a Reply