রাউজান প্রতিনিধি::
চট্টগ্রামের রাউজানে টিনের চালের আটকে যাওয়া ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে গুরুতর আহত আরিফুল ইসলাম রিফাতের (১৫) পাঁচ দিন পর মৃত্যু হয়েছে।
পাঁচদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাত ১১টায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম রিফাত রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার দিনমজুর মো. ইউনুসের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১৪ ই মার্চ রবিবার সকালে বাড়ির পাশে মাঠে রিফাতসহ তার বন্ধুরা ক্রিকেট খেলছিল।এক পর্যায়ে ক্রিকেট বল মাঠের পশ্চিমে মিয়া কলোনির টিনের চালে আটকে যায়। এসময় রিফাত টিনের চালে আটকে যাওয়া বল আনতে গেলে চালের উপরে থাকা কারেন্ট (১১ হাজার ভোল্টেজ) বিদ্যুতায়িত হয়। মুহুর্তেই রিফাতের পুরো শরীর ঝলসে যায়। অজ্ঞান হয়ে টিনের চালে কাতরাতে থাকে রিফাত।
এসময় তার সঙ্গীরা কোন রকমে টিনের চাল থেকে নামিয়ে উপজেলার গহিরাস্থ জেকে হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে । দ্রুত সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তিনদিন সেখানে ভর্তি থেকে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন ডাক্তারের সকল চেষ্টা ব্যর্থ করে অবশেষে গতকাল রাত ১১ টায় মারা যায় রিফাত।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন চৌধুরী বলেন, ছেলেটা মারা যাবার কথা ফেসবুকে দেখেছি। আপনি এ বিষয়ে জেনারেল ম্যানেজারের (জিএম) সাথে কথা বলুন। এর একঘন্টা পর তিনি প্রতিবেদককে ফোন করে জানান, আপনি ফোন দেয়ার পরে আমি ঘটনাস্থলে এসেছি। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। আমরা বেশ কিছুদিন আগে এখানে নতুন খুঁটি বসানোর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পাশের জমির মালিক তাদের জমিতে খুঁটি বসাতে দেননি। তারা কাজ করতে না দিলে আমরা কি করতে পারি।
এবিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ এর জেনারেল ম্যানেজার (জিএম) আবুল কালাম আজাদ বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। তিনি আরও বলেন, রিফাত নামে যে একজন ছেলে আহত হয়ে পাঁচদিন পর মারা গেছেন সেটাও তাদের কেউ আমাদের কে জানাননি।
Leave a Reply