(
হিফজুর রহমান তালুকদার জিয়া :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না এলাকায় কুশিয়ারা নদীর তীরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের কাজ (প্রকল্প বাস্তবায়ন কমিটি ৩০ নং পিআইসি) অবস্থিত। এই কমিটির সভাপতি স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি ইউ/পি সদস্য মো:তেরা মিয়া। অপরিকল্পিতভাবে এই বাঁধ নির্মান হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা এতে করে বাঁধ নির্মানে বেশি লাভ হচ্ছে সংশ্লিষ্টদের। অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ দেয়ার কারণে অপচয় হচ্ছে সরকারী অর্থ। পাউবো ও প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় প্রভাবশালী দিয়ে গঠন করা হয়েছে ৩০ নং পিআইসির কমিটি। যে কারণে বাঁধের কাজে অনিয়ম, বিলম্ব ও নিম্নমানের কাজ হয়েছে। জানাযায়, নলুয়ার হাওর (পোল্ডার -০২) প্রকল্পে ১.২৯৩ কি:মি: ফসল রক্ষা বাঁধের জন্য সরকার পক্ষ থেকে ৮ লক্ষ ৫২ হাজার ১শত ৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয় যা কাজের তুলনায় বেশী বলে ধারনা করছেন স্থানীয় কৃষকরা । পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ হাসান গাজী জানান, সরকারী নিয়ম মোতাবেক বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের অনিয়ম হলে প্রকল্প বাস্তবায়ন কমিটিকে নোটিশ দেওয়া হবে এবং কাজের উপর বিল প্রদান করা হবে। এই বিষয় জানতে চাইলে ৩০নং পিআইসি কমিটির সভাপতি স্থানীয় ইউ/পি সদস্য মো: তেরা মিয়া বলেন, সরকারী নিয়মমেনে কাজ করেছি , কাজে কোন রকম অনিয়ম হয়নি।-————–(প্রথম পর্ব)
Leave a Reply