মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বিভিন্ন পেশার মানুষের মাঝে মুজিব শতবর্ষের লগোসহ লাল সবুজের ছাতা বিতরন করা হয়েছে।
আজ ১৩ এপ্রিল বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৬৭১টি ছাতা বিভিন্ন পেশার মানুষের মাঝে বিতরন করা হয়।
কলকলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম উপস্থিত থেকে মানুষের হাতে ছাতা তুলে দেন।
ছাতা বিতরনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সক্ষম হয়েছেন। তিনি গরীব, অসহায় ও প্রবীনদের প্রতি খুবই আন্তরিক। প্রধানমন্ত্রী পড়বীনদের কথা চিন্তা করে বয়স্ক ভাতা বিধবা ভাতাসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গ্রাম অঞ্চলের মানুষের মাঝে মুজিব বর্ষের লগো সম্বলিত লাল সবুজের ছাতা বিতরন করা হলো। কারন গ্রামের মানুষ গ্রীষ্ম বর্ষা সরা বছরই ছাতার প্রয়োজন হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য আছদুল হক, ২ নং ওয়ার্ডের সদস্য লিয়াকত হোসেন অমৃত, ৩ নং ওয়ার্ডের সদস্য মোজাফর৷ হোসেন, ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাইয়ূম, ৫নং ওয়ার্ডে সদস্য তারা মিয়া, ৭নং ওয়ার্ডের অর্জুন দাস, ৮ নং ওয়ার্ডের সদস্য ছালিক মিয়া, ৯ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন সাজাদ, ১,২,৩ নং ওয়র্ডের মহিলা সদস্য মোছাঃ জুবিলী বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের মোছাঃ রসিকা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের হনুফা বেগম ও ইউনিয়ন সচিব সচিকান্ত তালুকদার প্রমূখ।
Leave a Reply