স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে বলে এক ইফতার মাহফিলের মাইকে প্রচার করার কারনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ত্রীব ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার ৩ রা মে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য বিএনপি নেতা প্রবাসী দুলদল বারী, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর সাবেক কাউন্সিলার সেলিনা আক্তার, বিএনপি সমর্থিত
যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জিল্লুল হক, যুক্তরাজ্য প্রবাসী আবু সাদেকের আয়োজনে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের প্রভাব থেকে এলাকার দেশ ও প্রবাসে অবস্থানরত নাগরিকবৃন্দ এবং বিশ্ববাসীর মঙ্গলসহ বৃহত্তর হবিবপুর গ্রামের সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া শাহী ঈদগাহ প্রাঙ্গনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে হবিবপুর আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আলী হোসেন মাইকে ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এসময় ইফতার মাহফিলে উপস্থিত লোকজন তাঁর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।মৃত্যু সংবাদ ঘোষণাকারী শিক্ষক মাওলানা আলী হোসেন বলেন , আয়োজকদের একজন আমাকে মৃত্যু সংবাদের বিষয়টি নিশ্চিত করলে আমি মাইকে ঘোষণা দেই।পরে জানতে পারি এটা ভুল ছিল ।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মিথ্যা সংবাদ প্রচার হলে বিএনপি ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার বলেন,আমাদের প্রিয় নেত্রী
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ নিয়ে আয়োজকদের এমন দায়িত্বহীন প্রচারণার মাইকে ঠিক হয়নি । এনিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইফতার মাহফিলে বৃহত্তর হবিবপুরের সহস্ত্র ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী হোসেন।
Leave a Reply