নিজেস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের এশিয়ার ব্যাংকের সামন থেকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার সন্ধা ৭টা ৩০ মিনিট দিকে শপিং করার ফাকে কে বা কারা মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে মো. মিজান আহমদের ব্যবহার করা পালসার ১৫০ সিসির মটর সাইকেল যার রেজি নং ১১-৫৮১৪ বাজারের আছিদ উল্লাহ মার্কেটের সামনে তালাবদ্ধ অবস্থায় ঈদের কেনাকাটা জন্য ডলুফিন টেইলার্স এর দোকানে যান। প্রায় ৪০ মিনিট পর এই স্থানে আসিয়া দেখেন মটর সাইকেলটি নাই। পরে আশ পাশ খোঁজাখুজি করে গাড়ীটির সন্ধান পাওয়া যায় নাই।
গাড়ী চুরি হওয়ার পর তার বড় ভাই মুঠোফোনে সাংবাদিকদের জানান, আমার ভাইয়ের মটর সাইকেল এর সন্ধান যদি কেউ দিতে পারেন আমি ২০ হাজার টাকা পুরষ্কার দিব। পেয়ে থাকলে আমার ছোট ভাই মিজানের এই নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার ০১৭৭৯ ৪২৫৬১৫।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, মটর সাইকেল চুরি হওয়ার পর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের আলোকে আমরা খোঁজখবর নিচ্ছি।
Leave a Reply