মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
“রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ” এক মাস সিয়াম সাধনার পর প্রতি বছরের ন্যায় এবছর সম্পন্ন হলো ৩০ রমজান।
আজ ১৪ মে শুক্রবার পৌর শহরসহ উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হলো মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের জামাত।
এবছর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনের কারনে উপজেলার কোন ঈদগাহ মাঠে ঈদের জামাত সম্পন্ন হয়নি। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নির্দেশনায় উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে স্বাস্থ্য বিধি মেনে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন করেন ধর্মপ্রান মুসল্লিরা।
জগন্নাথপুর উপজেলা পরিষদের সদর জামে মসজিদে সকাল ৮ টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে সকাল সাড়ে ৮ টায় উপজেলা সদর জামে মসজিদে, পৌর শহরের আছাবুননেছা জামে মসজিদ, ইকড়ছই জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদে দুটি জামাত প্রথমটি সকাল ৮ টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হয়।
এছাড়াও জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর পূর্ব পাড়া জামে মসজিদে ৭.৪৫ ঘটািকয় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এছাড়া জগদীশপুর কেন্দ্রীয় জামে মসজিদে, নূরনবী জামে মসজিদে, নোয়াপাড়া জামে মসজিদে, শ্রীধরপাশা দারুল উলুম হাফিজিয়া মাদরাসায় একযুগে সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে উপজেলার প্রতিটি মসজিদে ধর্মপ্রান মুসলমানরা মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply