সাংবাদিক রোজিনা ইসলাম সহ দেশ ব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ভীক কলম সৈনিক সিনিয়নর সাংবাদিক রোজিনা ইসলাম সহ দেশ ব্যাপী সাংবাদিক নির্যাতন এর প্রতিবাদে ও দায়েরকৃ মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবীতে আজ ২১ মে শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজ রহমান এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কায়েস চৌধুরী, পি জি পি নিউজ এর চেয়ারম্যান শাহ নূরুল করিম , সাংবাদিক মোঃ আব্দুল ওয়াহিদ,জগন্নাথপুর প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ ইয়াকুব মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, আজকের স্বদেশ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মোঃ গোলাম সারোয়ার,সাংবাদিক মোঃ মুকিম উদ্দীন,সাংবাদিক মোঃ দোলন মিয়া, মোঃ আমিনুর রহমান জিলু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক গোবিন্দ দেব ,জগন্নাথপুর প্রেসক্লাব দপ্তর সম্পাদক বিপ্লব দেবনাথ,সাংবাদিক মুন্না মিয়া, ইকবাল হোসেন, সুজাদ মিয়া, রোমান আহমদ, রনি মিয়া,আশরাফুল রহমান রিয়াদ, জাতীয় পার্টি নেতা আব্দুর রহমান ও জাতীয় যুব সংহিত জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক রফিক উদ্দীন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামসহ কারাবন্ধী সকল সাংবাদিকদের নিঃশর্ত মুক্তি ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দাবী জানান। পাশা-পাশি দেশ ব্যাপী সাংবাদিকদের নির্যাতন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply