মোঃ আব্দুল ওয়াহিদ জগন্নাথপুর ( সুনামগঞ্জ) থেকে :-
জগন্নাথপুরে উজ্জল চৌধুরী হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাসীর বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের বাসিন্দা মৃত আখলু মিয়ার ছেলে সমাজকর্মী ও সংগঠক উজ্জল চৌধুরী হত্যাকারীদের ফাঁসির দাবিতে জগন্নাথপুর ও ছাতক উপজেলার কচুরকান্দি এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুনের সাথে জড়িত অন্যন্য আসামীদের গ্রেফতার ও উজ্জল চৌধুরীর হত্যাকারিদের ফাঁসির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।যদিও তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে সরকারি জায়গা নিয়ে সোমবার (১৭ মে) বিকেলে সংঘর্ষ হয়। এতে উজ্জ্বল চৌধুরী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্তায় উজ্জ্বল চৌধুরীকে সোমবার রাতে সিলেট থেকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় উজ্জল চৌধুরীর ভাই বাদী হয়ে প্রতিপক্ষের ৭জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উজ্জল চৌধুরী নিহতের মামলায় পুলিশ অভিযান চালিয়ে প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে।
আজ রোববার (২৩ মে) বিলেকে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে
বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আওয়ামী লীগ নেতা বাবুল মিয়ার সভাপতিত্বে ও ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়েস্তা মিয়া, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদার, অধ্যক্ষ আলী আকবর, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা মোস্তাক কোরেশী, উপজেলা যুবলীগ নেতা মিরপুর ইউপি সদস্য আব্দুস শহিদ, পাটলী ইউপি সদস্য খালিদ হাসান, দোলার বাজার ইউপি সদস্য ছালিক মিয়া চৌধুরী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক আব্দুর রকিব, দোলার বাজার ইউনিয়ন আওলামী লীগের সাবেক সভাপতি আমির উদ্দিন, যুবলীগ নেতা আবু জিলানী, দুলাল মিয়া, দিলাল আহমদ, সমাজকর্মী রফিক উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক, শিক্ষানুরাগী মোদ্দাব্বির মিয়া, মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী, কয়েছ মিয়া, সমাজকর্মী শামছুল হক, আব্দুর রহিম, সুজেল আহমদ, মোস্তাকিন মিয়া, বদরুল আলম, বাবুল মিয়া, কয়েস মিয়া, জিয়াউল হক, লোকমান আহমদ, সারজন আহমদ, আব্দুল মুকিতসহ বিভিন্ন শ্রেণী- পেশার প্রায় ৩ শতাধিক মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন। এ সময় জগন্নাথপুর থানার ওসি তদন্ত মুসলেহ উদ্দিন আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ, ছাতক থানাপুলিশ ও বিবি পুলিশহস সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশের টহল জোরদার চিল লক্ষনীয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উজ্জল চৌধুরীর হত্যাকারীদের দ্রুত বিচার আইনের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বলেন, উজ্জল চৌধুরীর মত আর যেন কোন মা, বাবা’র কুল খালি না হয়। আমরা এই হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।
Leave a Reply